দাকোপে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৯-০৭-১০ - ১৮:৫৬

দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক পর্যায়ে কৈলাশগঞ্জ ইউনিয়নের ত্রি-মোহনী সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং বালিকা পর্যায়ে কালিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।  বুধবার সকালে দাকোপ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বালক গ্রুপের ৪টি ফুটবল একাদশ এবং বালিকা গ্রুপের ৪টি ফুটবল একাদশের মধ্যে সেমি ফাইনাল খেলা শেষে বিকালে ফাইনাল খেলায় বালক পর্যায়ে ত্রি-মোহনী সরঃ প্রাঃ বিদ্যালয় ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে বটবুনিয়া সরঃ প্রাঃ বিদ্যাঃ ফুটবল একাদশকে পরাজিত করে এবং বালিকা পর্যায়ে কামারখোলা ইউপির কালিনগর সরঃ প্রাঃ বিদ্যালয় ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে বটবুনিয়া সরঃ প্রাঃ বিদ্যালয় ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্মনিত অতিথির বক্তৃতায় উপজেলা শিক্ষা অফিসার মোঃ অহিদুল আলম বলেন,শিশুর শারীরিক সুস্থতা,গণতন্ত্রের চর্চার পাশাপাশিএ খেলা দক্ষ জনশক্তি তৈরী করবে। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার,দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাধ মন্ডল,সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান,এনামূল হক,মৃন্ময় কুমার মন্ডল, প্রধান শিক্ষক ও টুর্নামেন্ট পরিচালক বিধান চন্দ্র রায়, প্রধান শিক্ষক শফিউল আজম সেলিম,প্রধান শিক্ষক লতিকা বিশ্বাস,প্রধান শিক্ষক মোঃ ইউনুছুর রহমান টিটো,প্রধান শিক্ষক প্রবীর মন্ডল,প্রধান শিক্ষক লোবেন্দ্র নাথ বর্মন, প্রধান শিক্ষক বিশ্বজিত রায় প্রমুখ।