দাকোপে বাল্য বিবাহবন্ধে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২০-০১-২৬ - ১৮:২৬

দাকোপ প্রতিনিধি : “১৮ এর আগে বিয়ে নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে নবযাত্রার উদ্যোগে বাল্য বিবাহবন্ধে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউএসএ আইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের জেন্ডার কম্পোনেন্ট এর উপজেলার তিলডাঙ্গা ইউপির কে জি ভি জে সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিখিল চন্দ্র সরদার। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল। বক্তৃতা করেন নবযাত্রা সুশীলনের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেব রায়, সিপিসি কমিটির সভাপতি মিসেস কল্পনা মন্ডল, জেন্ডার অর্গানাইজার শ্রীপর্না বাইন প্রমুৃখ। সভায় বাল্য বিয়ের কুফল ও করনীয় তুলে ধরে বিদ্যালয় কর্ত্তৃপক্ষ, শিক্ষার্থী এবং অভিবাবকদের এ ব্যাপারে সচেতনতার সাথে দায়িত্ব পালনের আহবান জানানো হয়।