দাকোপে বাল্য বিবাহ প্রতিরোধে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৯-০১-২৭ - ২১:৪২

দাকোপ প্রতিনিধি : দাকোপের পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ।

বেসরকারী সংস্থা ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের উদ্যোগে “১৮ এর আগে বিয়ে নয়” এই শ্লোগানে স্কুল পর্যায়ে অনুষ্ঠিত অভিবাবক সমাবেশের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মহিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, নবযাত্রা প্রকল্পের টেকনিক্যাল অফিসার খান তাওয়াবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম হোসেন, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ রুহুলামিন, পানখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আযম সেলিম। আলোচনা করেন অভিবাবক প্রতিনিধি মোশতাক আহম্মেদ, স্বরুপজান বেগম, নবযাত্রা প্রকল্পের সাথী খাতুন, গঙ্গা রায়, পদ্মাবতী রায়, লতিকা মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার মরিয়ম খাতুন।