দাকোপে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশঃ ২০১৯-০৭-১১ - ১৯:০৯

দাকোপ(খুলনা)প্রতিনিধি: ১১জুলাই বুধবার সকাল ১০টায় দাকোপ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে, সুশীলন(নিরাপদ ২ প্রকল্প), ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ও সূর্যের হাসির সহায়তায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপের সহকারী কমিশনার(ভূমি) সঞ্জীব কুমার দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, বিশেষ অতিথি ছিলেন দাকোপ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় , স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামি।দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।অতঃপর “জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করে। তখন উপস্থিত ছিলেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিপা রায়, ওয়ার্ল্ডভিশন প্রতিনিধি নাজমিন নাহার ও প্রকল্প সমন্বয়কারী নিরাপদ ২ প্রকল্পের চম্পা দাস।