দাকোপে বুলবুলের তান্ডবে ১ জনের মৃত্যু : ঘরবাড়ি গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশঃ ২০১৯-১১-১৩ - ১০:০৪

দাকোপ,খুলনা : গত শনিবার সকালে ঘূর্নিঝড় বুলবুলের প্রচন্ড গতির আঘাতে উপকূলিয় উপজেলা দাকোপে ১ জনের মৃত্যু সহ ১ লক্ষাধীক গাছ ও দেড় সহস্রাধীক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে খোজ খবর নিয়ে জানা গেছে।
ঝড়ে ব্যাপক ক্ষতির আশংখায় আগে থেকে যে কোন ধরনের মোকাবেলা ও ঝড় পরবর্তী উদ্ধার কার্যের জন্য সরকারের এবারই প্রথম নজিরবিহীন প্রস্তুতি নিতে লক্ষ্য করা গেছে।শনিবার সকালে ঝড় শুরু হলে দাকোপ ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের সুভাস মন্ডলের স্ত্রী প্রমিলা মন্ডল ঘরের বারান্দায় বসে থাকা অবস্থায় ঘর লাগোয়া গাছ পড়ে মারা যায়।খোজখবর নিয়ে জানা গেছে,এবারের ঝড়ে প্রতিটি এলাকায় ব্যাপক হারে গাছ তারপরে কাঁচা ও কাঁচাপাঁকা ঘর পড়েছে অনেক বেশি হারে।সরকারি ও বেসরকারি প্রাথমিক হিসাবে ৯টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে লক্ষাধীক গাছ ও দেড় সহস্রাধীক বসত ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের সাথে এ বিষয় আলাপ হলে জানান আমার ইউনিয়নে ১জন গৃহবধু গাছচাপা পড়ে মারা গেছে আর এবার ঝড়ে গাছ পড়েছে বেশি,বসত ঘরও বেশ পড়েছে আমি মেম্বরদের নিয়ে তালিকা করেছি আমার ছোট ইউনিয়ন হলেও ১০৫টি ঘর সম্পূর্ন ক্ষতি হয়েছে।কামারখোলা ইউনিয়নের চেয়ারম্যান পঞ্চানন মন্ডল জানান তার ইউনিয়নে ৫০ টি ঘর সম্পূর্ন ক্ষতিগ্রস্থ হয়েছে আর ১৫০টি ঘর আংশিক ক্ষতি হয়েছে,তিনি আরও জানান ঝড়ের রাতে সাইক্লোন স্লেটারে থাকা সাহারাবাদ গ্রামের গর্বগতী রাবেয়া বেগম ছেলে সন্তান প্রসব করে।চেয়ারম্যান সন্তানটিকে স্মরনীয় করে রাখতে নাম বুলবুল রাখার পরামর্শ দেন। এ দিকে চালনা এমএম কলেজের ভবনে শত শত মানুষ আশ্রয় নিতে গেলে কতৃপক্ষের মাধ্যমে বাধার সৃষ্টি হয় বলে অনেকেই অভিযোগ করেন যা নিয়ে এলাকায় চরম অসন্তোষের সৃষ্টি হয়।আজ সোমবার সকল ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বররা সার্বিক ক্ষয়ক্ষতির তালিকা করে পিআইও অফিসে তালিকা জমা দিয়েছেন।সব মিলিয়ে প্রায় দেড় সহস্রাধীক বাড়িঘরের ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তালিকায় প্রকাশ,তবে মঙ্গলবার ছবিসহ জমার সময় পরিমান কমবেশি হতে পারে বলে চেয়ারম্যানরা জানান।এদিকে ঝড়ের পরদিন আগে থেকে মোতায়েন থাকা ফায়ার সার্বিস,সিভিল ডিফেন্স,স্কাউট বিভিন্ন দায়িত্বরত দলের জরুরী ভিত্তিেিত কাজের জন্য সম্পূর্ন চলাচলের অযোগ্য রাস্তাঘাট চলাচলের উপযোগী করে তোলা হয় ।