দাকোপে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ

প্রকাশঃ ২০২১-০৪-০৯ - ২০:৩৮

দাকোপ প্রতিনিধি : দাকোপ সদর চালনা পৌর এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের সুত্রে প্রাপ্ত অভিযোগে জানা যায়, পৌরসভার ৭ নং ওয়ার্ডে পারচালনা গ্রামের মৃঃ রনজিত মজুমদারের পুত্র শশংঙ্ক মজুমদার প্রতিবেশীদের উপর ক্ষোভের বশে নিজেদের চলাচলের রাস্তার ইট তুলে নিজের হেফাজাতে নিয়েছে। ফলে ইট সোলিং রাস্তাটি এখন কাচা মাটির রাস্তায় পরিনত হয়েছে। প্রতিবেশী ডাঃ অধীর রায়, দেবব্রত রায় বলেন বেশ কয়েক বছর আগে শশংাঙ্কদের বাড়ীতে এনজিও ওয়ার্ল্ড ভীশন জনসাধারণের জন্য একটি পানির ফিল্টার বসিয়ে দেয়। তখন মানুষের পানি পরিবহনের সুবিদার্থে তারা ওই রাস্তাটি ইট সোলিং করে দেয়। কিন্তু সম্প্রতি শশাংঙ্ক মজুমদার সেই ইট তুলে নিয়েছে। এ ব্যাপারে শশাংঙ্ক মজুমদার ইট তুলে নেওয়ার কথা স্বীকার করে বলেন, বর্তমানে থাকা সাড়ে ৪ ফুটের রাস্তার পুরো জায়গাটি আমার দেওয়া। আমি রাস্তাটি ৬ ফুট করে পৌরসভার বরাদ্দে উন্নত করার উদ্যোগ নিয়েছি। সে ক্ষেত্রে রাস্তা সংলগ্ন সকলের দেড় ফুট করে জায়গা ছাড়ার কথা কিন্তু তারা সেটি না করায় ইট তুলে নিয়ে আমার হেফাজাতে রেখেছি। তবে জনস্বার্থে বিরোধ মিটিয়ে রাস্তাটি সংস্কারের দাবী এলাকাবাসীর।