দাকোপে সাংবাদিকদে সাথে ফ্রেন্ডশিপের মতবিনিময়

প্রকাশঃ ২০২০-০৯-০২ - ১৯:৪৭

আজগর হোসেন ছাব্বির : দাকোপে করোনা (কোভিট ১৯) প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা ও করণীয় নিয়ে ফ্রেন্ডশিপের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ প্রোগ্রামের অর্থায়নে এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে কানাডিয় সংস্থা গ্র্যান্ড চ্যালেঞ্জের বাস্তবায়নে বুধবার বিকাল ৩ টায় দাকোপ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি শচীন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বে-সরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের সিনিয়র প্রকল্প বিশেষজ্ঞ ডাঃ আবুল হোসেন তাদের কর্মকান্ড তুলে ধরে বলেন এ করোনা মহামারীর সময়ে উপজেলার প্রান্তিক অঞ্চলে বসবাসকারী প্রায় ৫ হাজার মানুষকে বিশেষ স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এ সময় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা, ফ্রেন্ডশিপের মনিটারিং এন্ড ইভালুয়েশন প্রধান রাসেল হুসেন, সিনিয়র সুপারভাইজার মোঃ হাসিবুল হোসেন টুটুল, প্রেসক্লাবের সাংবাদিক মোঃ শিপন ভূঁইয়া, আজগর হোসেন ছাব্বির,গোবিন্দ বিশ্বাস,মোজাফফার হোসেন, এস এম, মামুনুর রশিদ, ফ্রেন্ডশিপের জুনায়েদ আলী সাকী, লিপি আক্তার রাবেয়া ইসলাম স্মৃতি, যুথিকা সরকার প্রমুখ।