দাকোপ কমিউনিটি ক্লিনিকগুলোতেও ভীড়

প্রকাশঃ ২০২০-০৪-০৮ - ২০:৩৪

দাকোপ, খুলনা : দাকোপ উপজেলায় কমিউনিটি কিøনিকের সংখ্যা মোট ২৩টি।বর্তমানে কমিউনিটি ক্লিনিকগুলোতে রোগিদের বেশ ভীড় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে দেশের অধিকাংশ উপজেলার ক্লিনিকগুলোতে মাস্ক,গ্লোভস,পিপিইসহ অন্যান্য সরামজমাদি সরবরাহ করা হলেও দাকোপ উপজেলায় এখনও এসকল সরঞ্জামাদি গত সোমবার বেলা ৫টা পর্যন্ত সরবরাহ করা হয়নি বলে বাজুয়া বেড়েরখাল কিøনিকের সিএইসসিপি রাজিব রায়,রাশখোলা ক্লিনিকের তনুশ্রী রায় ও খোনাখাটাইলের প্রদীপ্ত সরকার জানান।কমিউনিটি কিলিনিকের কর্মরতরা ও গ্রামের লোকজন জানান বর্তমানে করনার আতঙ্কে গ্রামের কমিউনিটি ক্লিনিক গুলোতেও সখ্যা বেশি হচ্ছে ।এদের প্রয়োজনীয় সরনজাম এখন খুব জরুরী।জানা গেছে প্রতিটি কিলিনিকে ১জন সিএইসসিপি,১ জন স্বাস্থ্য সহকারী,ও ১জন এফডাবলুএ কর্মরত থাকার কথা কিনতু বেশ কয়েকটি ক্লিনিকের কর্মচারিরা খুলনা থেকে এসে অফিস করায় সময়মত উপস্থিত থাকতে পারেন না বলে গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ জানান,তাছাড়া বেশ কয়েকটি ক্লিনিকের যধ,এফডাবলুভি প্রায়ই অফিসে উপস্থিত থাকেন না বলে অভিযোগ রয়েছে।এ বিষয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হকের সাথে আলাপ হলে জানান সোমবার সকল ক্লিনিকে পিপিই,মাস্ক সহ সব প্রয়োজনীও সব কিছু পেয়ে যাবে ।