দাকোপ সদরে দালালদের দৌরাত্ব বৃদ্ধি

প্রকাশঃ ২০১৯-১২-১৪ - ১৯:৪৬

দাকোপ, খুলনা ; খুলনার দাকোপ উপজেলা সদরে সম্প্রতি একশ্রেণীর দালালদের উদভব হওয়ায় নিরীহ লোকজন নানাভাবে হয়রানীর শিকার হচ্ছে।এলাকাবাসির অভিযোগে জানা যায়,সকাল ৮টা বাজতে না বাজতেই সংঘবদ্ধ দালালেরা দাকোপ উপজেলা সদরের ডাকবাংলা মোড়ের ৪/৫টি চায়ের দোকান.ডাকবাংলার ভিতর,হাসপাতালের সম্মুখের দোকান পাটে ঘন্টার পর ঘন্টার আড্ডা জমাতে থাকে মক্কেলের আশায়,গ্রাম থেকে উপজেলা পরিষদ,থানা,হাসপাতালে,জমি কেনাবেচা কাজে এমনকি ডাকতার দেখাতে আসলেও এ চকরো এদের পিছু নিয়ে সকল কাজের সহজে সমাধান করে দেবে এমন আশ^াসে মক্কেলের কাজ হোক বা না হোক দালাল শ্রেণীর পকেটে নানা কৌশলে ৫শ থেকে হাজার টাকা কখন চলে যায় বুঝতেই পাওে না গ্রামের নিরীহ লোকজন।এ ছাড়া জমি কেনাবেচার একটি বিশেষ বড় দালাল শ্রেনী এলাকায় দায়িত্বরত নায়েবদের সাথে পারসেন্টটেন্সের ভাগাভাগির চুক্তিতে জমি কেনাবেচার নামে লক্ষ লক্ষ টাকা ভাগাভাগি করে চলেছে অহরহ।দেশের ঢাকা,চিটাগাং,খুলনাসহ বিভিন্ন এলাকার শিল্পপতিদেরও শত শত বিঘা জমি কিনে দেবে বলে এ্রাডভান্স টাকা নেওয়া পার্টিদের নিয়ে গাড়িতে চলাফেরা,খাওয়া দাওয়ার রিতীমত একটা হিড়িক লেগে আছে বলে দেখা যায়।জমি কেনা বেচার তেমন কোন খবর না তাকলেও পিনের বা ম্যাগনেটের ব্যবসার ন্যায় গত ২/৩ বছর যাবৎ বটিয়াঘাটার পর দাকোপে এ ব্যবসাটি এক শ্রেণীর কাছে বেশ জমজমাট ও বড় বানিজ্য হিসাবে রুপ নিয়েছে প্রত্যান্ত এলাকা পর্যন্ত ।