দাকোপে সম্পত্তি দখল প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশঃ ২০২১-০১-২১ - ২২:৩৪

দাকোপ প্রতিনিধি : দাকোপ সদরে পৈত্রিক সম্পত্তি দখল প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দাকোপ প্রেসক্লাব মিলনায়তনে চালনা বাজার লঞ্চঘাট এলাকার বাসিন্দা মৃত কুঞ্জ বিহারী বিশ্বাসের পুত্র কুমারেশ বিশ্বাস সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, চালনা পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত পানখালী মৌজার এস.এ ৫৫২ নং খতিয়ানের ৩১০১ নং দাগে ০.৩৮ একর সম্পত্তি যা আমার পৈত্রিক দীর্ঘ দিনের স্বত্ব দখলীয় সম্পত্তি। আমার পিতার জীবনকাল থেকে আমি দীর্ঘ ২৫ বছরেরও অধীককাল ধরে শান্তিপূর্ণ উক্ত সম্পত্তি ভোগ দখলে আছি। উক্ত সম্পত্তিতে চিহ্নিত আইল সীমানায় বেড়িবাঁধ নির্মানে স্থানীয় লোকদ্বারা মৎস্য ঘের পরিচালনা করে আশা অবস্থায় বহিরাগত মৃত বজলুর রহমানের স্ত্রী কাজী রেহেনা পারভীন এবং ওয়াদুদ কাজীর পুত্র বিদ্যুৎ কাজী ও বিল্টু কাজীসহ একটি কুচক্রী মহলের ইন্ধনে দখলের প্রচেষ্টায় লিপ্ত। ইতিপূর্বে কয়েকদফা স্থানীয় ভাবে সালিশ বিচারের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। সম্প্রতি প্রতিপক্ষরা সালিশীনামা অমান্য করে বহিরাগত লোজজন নিয়ে ওই সম্পত্তির আংশিক দখলের চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন এ ঘটনার পর আমি বাদী হয়ে খুলনার বিজ্ঞ যুগ্ম জেলা জজ ৪র্থ আদালতে উল্লেখিত ব্যক্তিদের বিবাদী করে দেঃ ৩৮/২০২০ নং মামলা দায়ের করি। যা বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খুলনা আদালতে রিভিশন- ৪১/২০ চলমান। তিনি সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে আরো বলেন, গত ইং ২০ জানুয়ারী বুধবার আনুঃ সকাল ৭টায় উক্ত বিবাদীগণ সহযোগী লোকজনসহ দা, লাঠি, শাবল, কোদাল, ইট, বালি, লোহার রড নিয়ে সম্পত্তির মাটি কেটে গর্ত করে পাকা ঘর নির্মানের চেষ্টা করলে তাৎক্ষনিক ভাবে তিনি তাদেরকে বাধা প্রদান করেন। বাঁধা দেওয়াকে কেন্দ্র করে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ভয়-ভীতি ও মারধর করতে উদ্যত হয়। এ সময় তিনি স্থান ত্যাগ করে উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দাকোপ থানায় একটি জিডি করেন বলে দাবী করেন। যার নং-৭৩৫, তারিখ-২০/০১/২১। তিনি এ ঘটনায় পর স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করে উল্লেখিত ব্যক্তিদের দখলের প্রচেষ্টার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ভূক্তভোগী কুমারেশ বিশ্বাসের স্ত্রী সন্ধ্যা রানী বিশ্বাস, কন্যা ঈশিতা বিশ্বাস।