দিল্লীতে মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদ সমাবেশে ইমাম পরিষদের হুশিয়ারী

প্রকাশঃ ২০২০-০২-২৯ - ১৮:৫৯

মোদীর আগমন ঠেকাতে প্রয়োজনে বিমান বন্দর ঘেরাও করা হবে

আজগর হোসেন ছাব্বির : প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খুলনা জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু আপনার পিতা নয়, তিনি এদেশের শ্রেষ্ট সন্তান ১৬ কোটি মানুষের নেতা। এই মহান নেতার জন্ম শত বার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর মত একজন মানবতা বিরোধী কসাই অতিথি হিসাবে থাকতে পারেনা। আমরা যখন এই নেতার জন্য পবিত্র কুরআন তেলোয়াত করছি তখন পবিত্র মসজিদ ও কুরআন শরীফে অগ্নি সংযোগের গডফাদার মোদী সেই নেতার অনুষ্ঠানে থাকতে পারেনা।
শুক্রবার বাদ জুম্মা খুলনার ডাকবাংলার মোড় চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে খুলনা জেলা ইমাম পরিষদ নেতৃবৃন্দ এ কথা বলেন। দিল্লীতে মসজিদ ও কুরআন শরীফে আগুন, মুসলমানদের বাড়ীঘরে অগ্নিসংযোগ বর্বরোচীত হত্যাকান্ডের প্রতিবাদে জেলা ইমাম পরিষদ এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়। সমাবেশে বক্তারা মোদীর আগমন ঠেকাতে প্রধানমন্ত্রীর নিকট দাবী জানিয়ে বলেন এরপর ও যদি তাকে আনার চেষ্টা করা হয়, তাহলে ঢাকা শহর মুসলমানদের রক্তে রঞ্জিত হবে। তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন প্রয়োজনে ইমাম পরিষদ বিমান বন্দর ঘেরাও কর্মসূচী দিতে বাধ্য হবে। তারা বলেন মুসলমানেরা নিজ ঘরের আগুন মেনে নিতে পারে, কিন্তু আল্লাহ’র ঘর মসজিদে আগুন মেনে নিতে পারেনা। তারা অবিলম্বে এই হত্যাকান্ড নির্যাতন বন্ধ করে মোদীকে মুসলমানদের নিকট ক্ষমা প্রার্থনা করার আহবান জানান। সমাবেশে বক্তারা ভারতের মুসলমানদের পাশে দাড়াতে সকল মুসলিম উম্মার প্রতি আহবান জানিয়ে বলেন, এই ইস্যুতে আমরা এদেশে কোন সংখ্যালঘুদের উপর নির্যাতন হতে দেবনা। খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ¦ মাওলানা মোঃ সালেহ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, ইমাম পরিষদনেতা মুফতি গোলামুর রহমান, মাওলানা আ ফ ম নাজমুস সউদ, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা কারামত আলী, মাওলানা মুশফিকুর রহমান, মাওলানা মোশারফ হোসেন, মুফতি সেফাতুল্লাহ, মাওলানা সিদ্দিকুর রহমান ফরিদী, মুফতি ইমরান বিন হুসাইন, মাওলানা মুফতি অলিউল্লাহ, মাওলানা ইলিয়াজ হুসাইন, মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা হেকমত আলী, মাওলানা নুর সাইদ জালালী, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ থেকে এ বর্বরোচীত ঘটনার জন্য ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ এবং সংসদে বিশেষ অধিবেশন আহবান করে নিন্দা প্রস্তাব গ্রহন করতে সরকারের নিকট দাবী জানানো হয়। একই ইস্যুতে আগামী পহেলা মার্চ রবিবার বাদ আছর ফেরীঘাট মোড় থেকে বিক্ষোভ কর্মসূচী ঘোষনাসহ ১৪ মার্চ কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবীতে খুলনা মহাসমাবেশের কর্মসূচী ঘোষনা করা হয়। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নিউ মার্কেট বায়তুন নুর মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।