দেশের কয়েকটি স্থানে পালিত হচ্ছে ঈদুল আজহা

প্রকাশঃ ২০১৯-০৮-১১ - ১৫:০৪

ঢাকা অফিস : সৌদি আরবের সাথে মিল রেখে আজ দেশের কয়েকটি স্থানে পালন করা হচ্ছে ঈদুল আজহা।

দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ঈদের জামায়াতে নারী-পুরুষসহ দুইশত মুসুল্লি অংশ নেন। এছাড়াও জেলার চিরিরবন্দর কাহারোল ও বীরগঞ্জ উপজেলার কয়েকটি স্থানে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

আজ ঈদ উদযাপন করেছে সাতক্ষীরার ৮টি গ্রামে বাসিন্দারাও। সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে বাউখোলা,সাতানি,ভাদড়া,নলতা,খুলনার ডুমুরিয়া ও পাইকগাছাসহ ৮ গ্রামের শতাধিক মানুষ নামাজ আদায় করেন।

সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালীর ২৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষও পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।