নব্য জেএমবি সদস্য খাদিজার রিমান্ড শুনানি ২৩ অক্টোবর

প্রকাশঃ ২০১৭-১০-১৯ - ২২:৩৬

রবিউল ইসলাম মিটু, যশোর : হলি আর্টিজান হামলার অন্যতম হোতা নিহত মারজানের বোন খাদিজা আক্তারের রিমান্ড শুনানির তারিখ পিছিয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে খাদিজা তার আইনজীবি নিয়োগের জন্য সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। পরবর্তী রিমা- শুনানির দিন ২৩ অক্টোবর ধার্য করেন।

গত ৯ অক্টোবর যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড মসজিদ পাড়ার একটি ফাট থেকে পুলিশ খাদিজাকে তিন শিশুসহ আটক করে। পরদিন পুলিশ তাকে যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আকরাম হোসেনের আদালতে হাজির করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য এক সপ্তাহে ও রিমা-ের আবেদন করেন। বিজ্ঞ আদালত ১৯ অক্টোবর রিমা- শুনানির দিন ধার্য করে খাদিজাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সে অনুযায়ী পুলিশ বৃহস্পতিবার খাদিজাকে যশোর সদর আমলি আদালতে হাজির করে।

কোর্ট পরিদর্শক রোকসানা খাতুন জানান, কোর্টে হাজিরার সময় শিশু রাজু খাদিজার সাথে ছিল।