নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু

প্রকাশঃ ২০১৯-০৮-১১ - ১২:৪৮

নোয়াখালী : নোয়াখালী জেনারেল হাসপাতালে আজ ভোরে ডেঙ্গু আক্রান্ত একজন মারা গেছেন। তার নাম আমির হোসেন (৬০)।

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে পাঁচ হাজারের বেশি। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫৩ জন এবং সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ৭ ও ৮ আগস্টের তুলনায় ৯ তারিখ কমেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তি।  জ্বর নিয়ে ঢাকার বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ডেঙ্গু আক্রান্তদের সেবা দিতে হাসপাতালগুলোতে সার্বক্ষণিক সেবার ব্যবস্থা থাকবে।

এদিকে, আর একদিন পর ঈদ হলেও ডেঙ্গু আতঙ্কে হাসপাতালের বেডে বা রাজধানীতেই কাটবে আক্রান্ত অনেকেরই ঈদ। তাদের সেবা দিতে ডাক্তারসহ সংশ্লিষ্ট সবারই এবার ঈদ কাটবে কর্মব্যস্ততায়।