নৌকায় আমাকে ভোট দিলে এ অঞ্চলের উন্নয়ন বুঝে দেব : পঞ্চানন বিশ্বাস

প্রকাশঃ ২০১৮-১২-২৭ - ১৮:১২

দাকোপ প্রতিনিধি : খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা আসনের বর্তমান এমপি এবং আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পঞ্চানন বিশ্বাস বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠন করলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবে রুপ দিতে আবারো নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার সরকার গঠন করতে হবে। বিজয়ের এই মাসে দেশের উন্নয়নের স্বার্থে দলীয় নেতাকর্মিদের ঐক্যবদ্ধ হয়ে জামাত বিএনপির ষড়যন্ত্র রুখে দিয়ে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে খুলনা-১ আসনে নৌকা প্রতিকের সমর্থনে দাকোপ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন আরেকবার আমাকে নৌকায় ভোট দিন, আমি যোগাযোগ ব্যবস্থাসহ এ অঞ্চলের অবশিষ্ট উন্নয়ন বুঝে দেব। স্থানীয় দাকোপ উপজেলা সদরে আবুল মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন। দাকোপ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক এমপি ননী গোপাল মন্ডল, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, খুলনা জেলা আ’লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, জেলা আ’লীগের এান সম্পাদক এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নব কুমার চক্রবর্তী। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আ’লীগ সদস্য মুনসুর আলী খান, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান রনজিক কুমার মন্ডল, দীপংকর রায়, বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, ইউপি চেয়ারম্যান শেখ হাদীউজ্জামান হাদী, ইসমাইল খান বাবু, চালনা পৌর আ’লীগ সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এ বিএম রুহুল আমীন, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, অধ্যাপক দুলাল রায়, গাজী আব্দুর রহিম, দেবব্রত বিশ্বাস, অসিত বরন সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, গোলাম মোস্তফা খান, শেখ যুবরাজ, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, এ্যাডঃ সুভদ্রা সরকার, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, সুদেব রায়, সরোজিত রায়, হিমাংশু সরকার, স্বপন রায়, জ্যোতিশংকর রায়, মানস মুকুল রায়, নিহার মন্ডল, অধ্যাপক সুপদ রায়, পৌর প্যানেল মেয়র আব্দুল গফুর সানা, এ্যাডঃ চিত্তরঞ্জন সরকার, দুলাল চন্দ্র মন্ডল, হিমাংশু সরকার, নিহার রঞ্জন সরকার, শিবপদ পোদ্দার, অপারাজিতা মন্ডল অপু, রাসেল কবির, মানস পাল, বিবেক বিশ্বাস, সঞ্জয় মোড়ল, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি খাদিজা আকতার, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক গোবিন্দ, সদস্য সচীব অমারেশ কুমার ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জি এম রেজা, উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি নিতাই বাছাড়, দিবাশিষ ঢালী, যুবলীগনেতা রতন মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আজগর হোসেন বাপ্পি, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল কাজী, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি গাজী রবিউল ইসলাম প্রমুখ।