পঞ্চগড়ের আটোয়ারীতে পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

প্রকাশঃ ২০১৭-০৭-৩০ - ২০:৫৭

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে পল্লী বিদ্যুৎ সংযোগ এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। পঞ্চগড় জেলা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিংগিয়া (টুপিপাড়া) গ্রামে আজ শনিবার (২৯জুলাই) সন্ধায় এই সংযোগের উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামুর সঞ্চালনায় আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার রায় এর সভাপতিত্বে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় ১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান, পঞ্চগড় পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ডিজিএম মোঃ ইউনুছ আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী রায়, অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এ্যাড মোঃ আনিছুর রহমান, অন্যানের মধ্যে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান আল আমিন, জেলা জাসদের সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, পংকজ কুমার রায় ডাবলু, তনয় কুমার সিংহ বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।  এ সময় আটোযারী পল্লী বিদ্যুৎ এর ইনচার্জ, লাইনম্যান, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা সহ গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৩৯ লক্ষ টাকা ব্যয়ে ১.৭৫ কিঃমিঃ এর মধ্যে ১১৫ টি বাড়িতে বিদ্যুতায়ন করা হবে বলে পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়। #