পঞ্চগড়ে ১২ হাজার পরিবারকে ত্রাণ দিলেন সাংসদ মজাহরুল

প্রকাশঃ ২০২০-০৫-২৩ - ১৯:৫০
পঞ্চগড় : করোনা পরিস্থিতিতে পঞ্চগড়ে অসহায় হয়ে পড়া প্রায় ১২ হাজার দরিদ্র পরিবারের মাঝে  খাদ্য সামগ্রী দিয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

করোনা সংকটের শুরু থেকে এ পর্যন্ত তিনি তার নির্বাচনী এলাকা পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার অসহায় ও দুস্থ  ১২ হাজার পরিবারকে ব্যক্তি উদ্যোগে এই ত্রাণ সহায়তা প্রদান করেন। ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, মুড়ি, সোলা, তেল, চিনি, সেমাই দেয়া হয় প্রতিটি প্যাকেটে।

ঢাকা থেকে পঞ্চগড়ে ফিরলেই তিনি ত্রাণ বিতরণ শুরু করেন। ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি সরকারি ত্রাণ ও অর্থ সহায়তা তালিকাভুক্ত নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।

মজাহারুল হক প্রধান বলেন, করোনায় সরকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারিভাবে বিভিন্ন পর্যায়ে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। তার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবেও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছি। প্রকৃত অসহায় মানুষদের খুঁজে খুঁজে আমরা ত্রাণ দিচ্ছি। যতদিন এই  সংকট চলবে সরকারের পাশাপাশি আমার এই ত্রাণ বিতরণ কার্যক্রমও অব্যাহত থাকবে।