পটুয়াখালীতে প্রতিমা সহ মন্দির উচ্ছেদ বিপাকে মন্দির কমিটি

প্রকাশঃ ২০১৯-০৮-২৩ - ১৪:১৬

নাসির উদ্দিন .গলাচিপা বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাস জায়গায় স্থাপিত একটি দূর্গা মন্দির উচ্ছেদ করা হয়েছে। সোম বার বিকালে উপজেলার আমখোলা ইউনিয়নের ভাংরা গ্রামের রমেশ চন্দ্র দাসের বাড়ীতে স্থাপিত ওই দূর্গা মন্দিরটি উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সুহৃদ সালেহীন।মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র শীল জানান, আমরা এ জায়গায় মন্দির স্থাপন করে দূর্গা প্রতিমা তৈরি করে আসছি। আমাদের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। হঠাৎ করে সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সুহৃদ সালেহীন এর  নেতৃত্বে আমাদের টিন সেটের তৈরি মন্দিরটি ভেঙ্গে দেয়া হয়। এতে প্রতিমা নিয়ে এখন আমরা বিপাকে আছি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সুহৃদ সালেহীন জানান, মন্দিরটি সরকারি খাস জায়গায় থাকার কারনে আমরা মন্দিরটি উচ্ছেদ করতে বাধ্য হয়েছি।

সূত্রঃ পটুয়াখালী প্রতিদিন