পরিকল্পিতভাবে সারাদেশে গুজব সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করছে – মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশঃ ২০১৯-০৭-২৯ - ২২:০৪

ফুলতলা অফিসঃ সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, গুজবে কান দিবেন না। এক শ্রেণির স্বার্থানেষী মহল পরিকল্পিতভাবে সারাদেশে গুজব সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করছে। ছেলে ধরা সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দিন। প্রয়োজনীয় ব্যবস্থা এবং দায়বদ্ধতা পুলিশেরই।
সোমবার বিকালে খুলনার ফুলতলার জামিরা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সচেতনতামুলক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহাদাৎ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওসি মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, যুগ্ন সম্পাদক মৃনাল হাজরা, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, এ্যাড. জালাল উদ্দিন রুমি, সরদার আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ফারজানা ফেরদৌস নিশা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সরদার মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন বাবলু, শাহাবাজ মোল্যা, মোল্যা হেদায়েদ হোসেন লিটু, রবিউল ইসলাম, সাহিদা ইসলাম নয়ন, মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন, নুর ইসলাম প্রমুখ।