পাইকগাছার কৃতি সন্তান আব্দুল আজিজ এর পি.এইচ.ডি ডিগ্রী অর্জন

প্রকাশঃ ২০২১-০২-২০ - ১৮:৪৫

মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা : ড.মোঃ আব্দুল আজিজ দক্ষিণ কোরিয়ার ডেগু গিয়নবুক ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি থেকে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। তার পি.এইচ.ডি ডিগ্রির বিষয় ছিল এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। ড.মোঃ আব্দুল আজিজ ২০০০ সালে পাইকগাছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাস করেন। এর পর পাইকগাছা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ পাইকগাছা সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে ২০০৬ সালে এস.এস.সি পাস করেন। তার পর ২০০৮ সালে বি এ এফ শাহিন কলেজ যশোর থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এর পর ২০১৪ সালে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিকৌশল বিষয়ের উপরে স্নাতক ডিগ্রী লাভ করেন। এরপর ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার ডেগু গিয়নবুক ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি থেকে এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর মাষ্টার ডিগ্রী লাভ করেন। পরে ২০২১ সালের ১৮ই ফেব্রুয়ারি দক্ষিন কোরিযার একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ের উপরে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। ড.মোঃ আব্দুল আজিজ বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠিত বহু সায়েন্টিফিক কনফারেন্সে অংশ গ্রহন করেছেন। এ ছাড়া ২০১৯ দক্ষিণ কোরিয়ার সব থেকে ভাল গবেষক হিসাবে সম্নান অর্জন করেন। ড.মোঃ আব্দুল আজিজ সর্ব মোট ১৩ টি উচ্চ মর্যাদা সম্পন্ন বিজ্ঞান ভিত্তিক প্রকাশনার উপর নিজের গবেশনার ফল প্রকাশ করেছেন। পি.এইচ.ডি করা ড. মোঃ আব্দুল আজিজ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশে ফিরে এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান বলে জানান। ড.মোঃ আব্দুল আজিজ উপজেলার পৌর সদর এর বাতিখালির ৮নং ওয়ার্ড এর সাবেক হোটেল ব্যবসায়ী প্রয়াত আব্দুস সবুর গাজি ও মাতা মোছাঃ ছবিরুন বেগম এর সেজো ছেল। আজিজ ৪ ভাইয়ের মধ্য সেজো। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেনো তার উপার্জিত ডিগ্রি ও মেধা দেশ ও জাতির কল্যাণে ব্যায় করতে পারেন।