পাইকগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

প্রকাশঃ ২০২০-১০-১২ - ১৮:৫৪
মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা :  পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ মনির উদ্দিন নামে এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার  রাতে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ আরাফাতুল আলম এ অর্থদণ্ডোর আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম বলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয়ের নির্দেশনায় খুলনা জেলায় অবৈধ বালু উত্তোলন, অবৈধ ইট ভাটা পরিচালনা ইত্যাদি পরিবেশ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার পাইকগাছা জনাব এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এর সার্বিক তত্ত্বাবধানে পাইকগাছায় অভিযান পরিচালিত হচ্ছে। তার অংশ হিসেবে আজ হরিঢালি ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনাকালে মোঃ মনির উদ্দিন কে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করি। জনস্বার্থে, দেশের স্বার্থে এই অভিযান অব্যহত থাকবে।