পাইকগাছায় আ’লীগনেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

প্রকাশঃ ২০১৮-০২-২৬ - ২০:০৭

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি  : পাইকগাছায় আ’লীগনেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রতিষ্ঠানের মালামাল সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোর রাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।

প্রাপ্ত সূত্রে জানাগেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত মেহের আলী বিশ্বাসের ছেলে আ’লীগনেতা আরশাদ আলী বিশ্বাস (৪৫) এর বাড়ীর পাশে শ্রীকণ্ঠপুর ফুটবল মাঠ সংলগ্ন মোড়ে একটি মুদি দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় রোববার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে আরশাদ বাড়ীতে যায়। পরের দিন সোমবার ভোরে নামাজ পড়তে এসে পাশ্ববর্তী চায়ের দোকানদার আয়ুব আলী সরদারের মাধ্যমে জানতে পারে দোকানে আগুন লেগেছে। পরে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণ করার আগেই দোকানের কাঠের বাক্সে রাখা নগদ অর্থ, ৪টি জমির দলিল, ১৫টি নন জুডিসিয়াল ষ্ট্যাম্প, ৪টি চেক, ১টি ল্যাপটপ, ২টি মামলার প্রতিবেদন, কয়েকটি মামলার নথি, ডিসিআর কাগজপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এ ব্যাপারে আ’লীগনেতা আরশাদ আলী জানান, আমার দোকানের চারিপাশে পাকা দেওয়াল দেওয়া আছে। তবে দোকানের পিছনের পাশে একটি ছিদ্র রয়েছে। কে বা কারা ওই ছিদ্র দিয়ে পেট্রোল স্প্রে করার মাধ্যমে আগুন লাগাতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। এ খবর পেয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করেন রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার। এ ঘটনায় সোমবার আরশাদ আলী বিশ্বাস থানায় জিডি করেছেন। যার নং-১১৬৯, তাং ২৬/২/২০১৮ ইং।