পাইকগাছায় কপোতাক্ষ নদে ভয়াবহ ভাঙ্গন : আতঙ্কে এলাকাবাসী

প্রকাশঃ ২০২০-১০-২০ - ১১:৩৯

মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা : পাইকগাছার কপোতাক্ষ নদে ভয়াবহ ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসী। ওয়াপ্দার উপ-সহকারী প্রকৌশলীর ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শণ। দ্রুত বাঁধ নির্মানের দাবী এলাকার জনসাধারণের।

সরজমিনে জানাযায়, উপজেলার হিতামপুর মৌজার ১৬ নং পোল্ডারের হিতামপুর স্লাইজ গেট সংলগ্ন এলাকায় রবিবার ভোর রাতে ভাটার সময় হঠাৎ করে কপোতাক্ষ নদের হিতামপুর এলাকায় ভাঙ্গন শুরু হয়। কয়েক ঘন্টার মধ্যে নদের চর সহ ওয়াপ্দার বাঁধের বেশির ভাগ এলাকায় নদের মধ্যে বিলিন হয়ে যায়। এলাকাবাসী ভাঙ্গনের বিষয়ে গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী জুনাইদুর রহমান কে জানালে প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন লিটন কে সাথে নিয়ে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী কে অবহিত করলে তিনি তৎক্ষনাৎ ওয়াপ্দার উপ-সহকারী প্রকৌশলী (এসও) ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শণে পাঠান। তিনি পরিদর্শন করে ওয়াপ্দার উদ্ধতন কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী কে ভিডিও কলের মাধ্য বিস্তারিত বিষয়ে জানান। পাইকগাছা উপসহকারী প্রকৌশলী ফরিদউদ্দীন বলেন, আমি ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করে উপজেলা নিবাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এবং আমার উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশাকরছি অচিরেই ভাধের কাজ শুরু হবে।