পাইকগাছায় কুকুরের কামড়ে ৯জন আক্রান্ত

প্রকাশঃ ২০১৯-০৫-২১ - ১৭:১৬

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার জিরো পয়েন্টে শনিবার রাত সাড়ে ৯টায় একটি কুকুর কমপক্ষে ৯জনকে আমড় ও আঁচড়িয়ে দিয়েছে। এ সময় এলাকায় ঐ কুকুরের ভয়ে সাধারণ জনগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আক্রান্ত ৬ ব্যক্তি পাইকগাছা হাসপাতাল ভর্তি হয়। আক্রান্তরা হলেন- পাইকগাছার জয়নাল আবেদীনের ছেলে আব্দুল্লাহ আল-হাদী (২১), সরল গ্রামের উমরের মেয়ে চুমপি (৩০), একই এলাকার ভবরঞ্জন ছেলে তুফান মন্ডল (৩০), বান্দিকাটি গ্রামের মৃত বছির গাজীর ছেলে জিন্নাত গাজী (৭০), সরল গ্রামের মোবারেক গাজীর ছেলে তহিদুল গাজী (৪৫) ও বাতিখালী গ্রামের লোকমান হোসেনের শহীদ (৩৫)। অন্য তিনজনের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে হাসপাতালে কোন কুকুরে কামড়ানো ঔষধ না থাকায় খুলনা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে কর্তব্যরত ডাক্তার সঞ্জয় কুমার মন্ডল ও ডাঃ সামিউল ইসলাম জানান। ঐ রাতে স্থানীয় স্থানীয় জনগণ কুকুরটি মেরে ফেলে।