পাইকগাছায় ক্যারাভ্যান রোড শো’র উদ্বোধন

প্রকাশঃ ২০২১-০১-১১ - ২০:২১

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এই প্রতিপাদ্যকে ছড়িয়ে দিতে “খাদ্যের নিরাপদতা” শীর্ষক জনসচেতনতামূলক “ক্যারাভ্যান রোড শো”র আয়োজন করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খুলনা জেলা কার্যালয় ও পাইকগাছা উপজেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এবং কবুতর উড়িয়ে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন, নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রভাষক ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, আছাদুল ইসলাম ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুজিব বর্ষের কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে কাভার্ড ভ্যানে এলইডি মনিটরের মাধ্যমে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও লিফলেট বিতরণ করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। দেশের ৬৪ জেলার ৬৪ টি উপজেলায় এ কর্মসূচির আয়োজন করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।