পাইকগাছায় ঘের ব্যবসায়ীকে পিটিয়ে জখম

প্রকাশঃ ২০২০-১১-২৪ - ১৫:১৩

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পূর্বশত্রুতার জের ধরে এক ঘের ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে মৃত ভেবে ঘেরের পানিতে ফেলে রেখে পালিয়েছে দূর্বত্তরা। এলাকাবাসী তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানা যায়, উপজেলার মালথ গ্রামের ইছাক গাজীর সহিত একই এলাকার রাজু মোড়ল ও রেজা মোড়লদের লতা ইউনিয়নে তেতুলতলায় মৎস্য ঘেরের বাঁধ নিয়ে মনোমালিন্য চলে আসছিল। সোমবার দুপুরে ইছাক গাজীর ছেলে মাসুম বিল্লাহ (২৪) ঘেরে মাছের খাবার দিয়ে বাড়ি আসার সময় আতর্কিত ভাবে মালথ গ্রামের ইসলাম মোড়লের ছেলে রাজু মোড়ল ও রেজা মোড়ল লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এ সময় মাসুম মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে ঘেরের ভিতর পানিতে ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী দেখতে পেয়ে আহত অবস্থায় মাসুম বিল্লাহকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মাসুমের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করে। ওসি এজাজ শফী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।