পাইকগাছায় ছাত্রী ধর্ষণের অভিযোগ ধুম্রজাল সৃষ্টি

প্রকাশঃ ২০১৯-০৬-২২ - ১২:৩৪

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার দেলুটির তেলিখালীতে কলেজ ছাত্রী ধর্ষনের অভিযোগ সম্পর্কে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এ নিয়ে জনপ্রতিনিধি ও খোদ যাদের বিরুদ্ধে অভিযোগ সেই স্থানীয় সোহেল বিশ্বাস জানান,ওই কলেজ ছাত্রী আমার বৈধ স্ত্রী। পারিপার্শ্বিক নানা কারনে মনোমালিন্য দেখা দিলে এটাকে পূজিঁ করে শ্বাশড়ি ও কয়েকজন মিলে আমার পরিবারকে ধব্ংশ করতে মারপিট ও ধর্ষনের অভিযোগ তুলে আবারোও মামলায় জড়ানোর চেষ্টায় লিপ্ত রয়েছেন। এ ঘটনায় পুলিশের এসআই আবু সাঈদ ভিকটিমের বক্তব্যনুযায়ী বিষয়টির তদন্ত শুরু করেছেন।
এলাকাবাসী ও থানা পুলিশ সুত্র জানান,গত বছর উপজেলার দেলুটি’র তেলিখালী গ্রামের আলী আকবর শেখের একাদশ শ্রেনীতে পড়ুয়া মেয়ের সাথে একই গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে সোহেল সাথে বন্ধুত্বের সুত্র ধরে দুজনে পরিবারের সম্মত্তি ছাড়া ঘর ছাড়েন। জানাগেছে এ সময়ে তারা নোটারী পাবলিকের মাধ্যমে বিয়েও করেন। এ ঘটনায় ছাত্রীর মা আঞ্জুয়ারা বাদী হয়ে সোহেল সহ অনেকের বিরুদ্ধে গত ৫/ ৮/১৮ তারিখে থানায় মামলা করেন, যার নং- ৪। পুলিশ জানান, ভিকটিম উদ্ধার করে সোহেল, লিটন নামে দুজনে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়। এরা বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। এরি মধ্যে দুটি পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এদিকে ওই ছাত্রী অভিযোগ করেন গত সোমবার রাতে পার্শবর্তী মামার বাড়ীতে ঘুমাতে যাবার সময় পথ আগলে মারপিট করে সোহেল তার ঘরে তুলে ধর্ষন করে। এ ঘটনায় মা আঞ্জুয়ারা আবারোও থানায় অভিযোগ করেছেন, যার পুলিশী তদন্ত চলছে। এ ব্যাপারে সোহেলের পরিবার মারপিট ও ধর্ষনের অভিযোগ অ-স্বীকার করে জানান,কলেজ ছাত্রী ও সোহেলের মধ্যে গত ৩০/ ৪/ ১৮ তারিখে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে হয়। আজিজুল বিশ্বাসের অভিযোগ সর্বশেষ সংসার করাবস্থায় দুজনের মনোমালিন্যোর জেরে প্রতিশোধ প্রবন হয়ে ছাত্রীর মা ও মামা রুহুল আমিন এহেন অভিযোগ দিয়ে আমার পরিবারকে ধ্বংশ করার চেষ্টা করছেন । এ বিষয়ে অযথা কেহ হয়রানী হবে না এর নিশ্চয়তা দিয়ে ওসি এমদাদুল হক শেখ বলেন, ওই ছাত্রীর বক্তব্য গ্রহন করে ডাক্তারী পরীক্ষার জন্য সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানে পাঠানোর কথা বলেন।