পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

প্রকাশঃ ২০১৯-০৮-২১ - ১১:৪৪

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের ১৪৪ ধারা মামলায় পুলিশের নির্দেশনা উপেক্ষা করে বেআইনীভাবে প্রতিপক্ষদের জমি দখলের চেষ্টায় বাঁধা দিলে মারপিটে একাধিক নারী-পুরুষ আহত হয়েছে। ৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গড়ইখালী ইউপির হোগলারচকে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
থানায় লিখিত অভিযোগের বর্ণনা দিয়ে আশাশুনি উপজেলার খাজরা গ্রামের বর্তমান হালসাং হোগলারচকের মৃত গোলাম বারী শেখের পুত্র মোঃ নবির আলী শেখ জানান, হোগলারচক মৌজায় এস,এ ১৯৮/১ খতিয়ানের ১৯০, ২৩০, ২৩১ দাগের ৩ একর দখলীয় সম্পত্তিতে প্রতিপক্ষ গড়ইখালীর বাসাখালীর খালেক সানার ছেলে জাকির সানা সহ ইসলাম সানা, রহিম সানা গংরা বেআইনীভাবে ঘটনার সময় জমি দখল চেষ্টা করলে আমার পরিবারসহ অন্যান্য জমির মালিকরা বাঁধা দেয়। এ সময় প্রতিপক্ষদের হামলা ও মারপিটে বাবুল শেখ, রুহুল আমিন ও মনিরুলের স্ত্রী আসমা বেগম, হাবিবুর রহমান ঢালী, খুশি বেগম, রিজিয়া বেগম, রোকেয়া বিবি, সায়বা বিবিসহ অনেকেই আহত হয়। এক পর্যায়ে বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পের আইসি এস,আই হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছালে প্রতিপক্ষরা স্থান ত্যাগ করে চলে যায়। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে বাবলু, রুহুল আমিন ও আসমা বেগমকে হাসপাতালে ভর্তি করে অন্যদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়া হয়। জমির মালিকদের মধ্যে সমির মন্ডল, নিরঞ্জম মন্ডল জানান, আদালতে এম.আর ২০৭/১৯ মামলায় পুলিশ প্রতিপক্ষদের বিরুদ্ধে নোটিশ দিলেও জাকির গংরা তা উপেক্ষা করে অবৈধভাবে জমি দখল চেষ্টা করে। তারা আরো জানান, এখানে ৪৭টি পরিবার ১৯৬৪ সাল থেকে বিনিময় ও ক্রয় সূত্রের ভিত্তিতে এ মৌজায় ৪০ বিঘা সম্পত্তি ভোগ দখল করে আসছেন। জমি দখল চেষ্টা ও মারপিটের ঘটনায় নবির আলী শেখ বাদী হয়ে প্রতিপক্ষ জাকির সানা, ইসলাম সানা, আব্দুল গণি সানা, খোকন সানা, মোস্তফা জামান মন্টু, মোজাফফার হোসেন মিন্টু, আক্তার গাজী সহ ১৬ ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগ প্রসঙ্গে খালেক সানার ছেলে জাকির সানা জানান, আমাদের রেকর্ডীয় সম্পত্তিতে হাল চাষ করতে গেলে প্রতিপক্ষরা বাঁধা সৃষ্টি করলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এখানে বড় ধরণের কোন মারপিটের ঘটনা ঘটেনি বলে তিনি দাবী করেন। এ বিষয়ে ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, জমির বিরোধে সৃষ্ট ঘটনায় একটি অভিযোগ হয়েছে এবং তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।