পাইকগাছায় ১শ টাকার জন্য যুবক খুন

প্রকাশঃ ২০১৮-০৪-১৫ - ২১:১২

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : খুলনার পাইকগাছায় মোবাইল সারানোর ১শ টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে রাসেল (২২) নামে এক যুবক নিহত ও ২জন আহত। এলাকায় বিক্ষোভ মিছিল, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত রাসেল গোপালপুরের ক্যান্সার আক্রান্ত মতলেব সরদারের একমাত্র ছেলে।
জানা গেছে, উপজেলার মঠবাটী গ্রামের মোঃ আলী মোল্লার পুত্র শফিকুল মোল্লা বেশ কিছুদিন আগে নতুন বাজারস্থ প্রতিবন্ধী শামীমের মোবাইলের দোকান থেকে ১টি মোবাইল সারাই করে ১শ টাকা বাকী রাখে। শনিবার বিকেলে দোকান কর্মচারী রাসেল শফিকুলের কাছে পাওনা টাকা চাইলে দু’পক্ষ তর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে শামীম ঘনিষ্টরা জড়ো হয়ে শফিকুলকে মাথায় আঘাত করে গুরুতর আহত করে তারা এলাকা ত্যাগ করে। এ খবর পেয়ে শফিকুলের বাড়ীর লোকজন নতুন বাজারে ছুটে এসে কাউকে না পেয়ে মঠবাটীর ইসলাম মোল্লা, শাহাবুদ্দীন মোল্লাগংরা দোকান কর্মচারী রাসেলের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাইকগাছা হাসপাতালে ও পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়। এ মৃত্যুর খবরে গতকাল সন্ধ্যায় নতুন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রতিপক্ষের আঘাতে আহত রাসেলের মৃত্যুর খবর শুনেছি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।