পাইকগাছা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের তালা ভেঙ্গে চুরির চেষ্টা

প্রকাশঃ ২০১৮-০৩-১২ - ১২:১৩

পাইকগাছা : পাইকগাছা উপজেলা পরিষদের সিসি ক্যামেরার আওতাধীন বিভিন্ন দপ্তরের ৪টি কক্ষের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করেছে দূর্বৃত্তরা। শনিবার গভীর রাতে ভূমি অফিসের নৈশ প্রহরীকে তালাবদ্ধ রেখে দূর্বৃত্তরা হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, পেশকারের কক্ষ ও সহকারী শিক্ষা অফিসারের একটি কক্ষের তালা ভেঙ্গে চুরির চেষ্টা চালায়। এ সময় নৈশ প্রহরীর ডাক চিৎকারে দূর্বৃত্তরা দপ্তরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভোর রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। সহকারী কমিশনার ভূমি অফিসের আব্দুল হাই জানান, আমাদের অফিসের নৈশ প্রহরী মামুন ঘটনার দিন রাতে অডিটরিয়ামের প্রবেশ দ্বারের সিঁড়ি ঘরের নীচে অবস্থান করছিল। গভীর রাতে দূর্বৃত্তরা তাকে ক্লবসিকল গেটে তালাবদ্ধ রেখে কয়েকটি দপ্তরের কক্ষে চুরির চেষ্টা করে। এ সময় মামুন আমাকে ভোর ৪টার দিকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করলে আমি সহ আরও কয়েকজন ঘটনাস্থলে আসি। তবে আমরা ঘটনাস্থলে এসে কাউকে দেখতে পায়নি। বিভিন্ন দপ্তরের তালা ভাঙ্গা দেখে বিষয়টি সাথে সাথে থানা পুলিশকে অবহিত করি। পুলিশ ভোর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, কারা এর সাথে জড়িত বিষয়টি নিবিড় ভাবে অনুসন্ধান করে খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান জানান, শনিবার গভীর রাতে কে বা কারা পরিষদের হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, পেশকার হাকিমের কক্ষ ও সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠুর কক্ষের তালা ভেঙ্গে কিছু আসবাবপত্র তছনছ করে। তবে কোন মালামাল চুরির ঘটনা ঘটেনি। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। পাশাপাশি দক্ষ টেকনিশিয়ান দ্বারা সিসি ক্যামেরার ধারণকৃত ফুটেজ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে স্থানীয় প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানিয়েছেন।