পাবনায় শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশঃ ২০২০-০৪-০৩ - ১৩:৫৮

ফারুক হোসেন,পাবনা : পাবনার কয়েকটি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমের প্রথম কাল বৈশাখি ঝড় ও শিলা বৃষ্টির কারণে আমের মুকুল ও উঠতি ফসলের ক্ষতি বেশ ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাবনা সদর, সাঁথিয়া,আটঘরিয়া, সুজানগর ও বেড়া উপজেলার অন্তত ৩০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপর দিয়ে এই ঝড় বৃষ্টি বয়ে যায়। এতে ফসলের ব্যপক ক্ষয় ক্ষতিহয়।
আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাসিন্দা কৃষক আল আমিন জানান, বৃহষ্পতিবার বিকেলে হঠাৎ করে আকাশ অন্ধকার করে পুরো এলাকা এক ধরনের ভূতুরে পরিস্থিতি সৃষ্টিহয়। এর অল্প সময়ের মধ্যে ব্যপক ভাবে ঝড়সহ শিলা বৃষ্টি শুরু হয়। আধা ঘন্টা ধরে চলা ঝড় বৃষ্টির কারণে আমের মুকুল, পিয়াজ, বোরো ধান, লাউ, কুমড়া সহ উঠতি ফসলের ক্ষতি হয়।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহার উদ্দিন বলেন, ঝড় ও শিলা বৃষ্টির কারণে প্রায় ৫০০ হেক্টর বোরো ধান, ২০০ হেক্টর পেয়াজসহ বিভিন্ন উঠতি ফসলের ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষনিক ভাবে ক্ষতির সঠিক পরিসংখ্যান তৈরী করা সম্ভব হয়নি। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। ক্ষয়ক্ষতির বিস্তাারিত তথ্য পেতে আরো দুই-তিন দিন সময় লাগবে।