পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত, ইয়াবা-অস্ত্র উদ্ধার

প্রকাশঃ ২০২০-০৭-৩১ - ০২:২৫

চট্টগ্রাম ব্যুরো: পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ শাহ আলম (৪৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ৪০ হাজার ইয়াবা, একটি এলজি এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পুলিশের দাবি, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চিন মৈত্রী সড়কের পাশ্ববর্তী এলাকায় পুলিশের হাতে আটক আসামী শাহ আলমকে নিয়ে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। এসময় আগে থেকে উৎপেতে থাকা মাদক চোরাকারবারি চক্রের সদস্যরা শাহ আলমকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দেওয়ায় গুলি ছুঁড়তে শুরু করে চোরাকারবারিরা। পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় শাহ আলম। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এসময় পুলিশের ২ সদস্যও গুলিবিদ্ধ হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ইয়াবা উদ্ধারে গেলে চোরাকারবারি চক্রের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহ আলমের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।