পাস্তুরিত দুধ: হাইকোর্টে ৩টি প্রতিবেদন

প্রকাশঃ ২০১৯-০৭-২৩ - ১৬:১১

ঢাকা অফিস : বাজারে থাকা পাস্তুরিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও ডিটারজেন্টের উপস্থিতির বিষয়ে সাতটি পরীক্ষার প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে আইসিডিডিআরবি, বিসিএসআইআর ও বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। তবে প্রতিবেদন জমা দেয়নি জনস্বাস্থ্য ইনস্টিটিউট।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ব ম ফারুকের গবেষণা প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হলে, আদালত এই চারটি প্রতিষ্ঠানকে পরীক্ষার জন্য নির্দেশ দেয়। বাজারে থাকা পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক, ডিটারজেন্ট, ফরমালিন, অ্যাসিডিটি মাত্রাতিরিক্ত রয়েছে বলে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।