পুঁজিবাজারে জেনে-বুঝে বিনিয়োগের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রকাশঃ ২০১৯-০৭-০৮ - ১৫:২৯

ঢাকা অফিস : বুঝে-শুনে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান। শক্তিশালী পুঁজিবাজার গঠনে দৈনন্দিন লেনদেনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানোয় জোর দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেন্জ কমিশন ও এশীয় উন্নয়ন ব্যাংক দেশে প্রথমবারের মতো আয়োজন করেছে ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন শীর্ষক সেমিনার। সোমবার সকালে, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চার দিনের এই আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় পুঁজিবাজার শক্তিশালী করতে দৈনন্দিন লেনদেনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানোয় জোর দেন প্রধানমন্ত্রী।

বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে, পুঁজিবাজারে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দেন সরকার প্রধান।

এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো অপারেশনের ফাইন্যান্সিয়াল রেগুলেটরস ট্রেনিং ইনিশিয়েটিভের এই সেমিনারে দেশ বিদেশের অংশগ্রহণকারীরা উপকৃত হবেন বলেও আশাবাদ জানান প্রধানমন্ত্রী।