পৃষ্ঠপোষকতা ছাড়া ‘নয়ন বন্ডরা’ তৈরি হয় না: হাইকোর্ট

প্রকাশঃ ২০১৯-০৭-০৪ - ১৪:৩২

ঢাকা অফিস : পৃষ্ঠপোষকতা ছাড়া একদিনে ‘নয়ন বন্ডরা’ তৈরি হয় না বলে মন্তব্য করেছে হাইকোর্ট। তবে রিফাত হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে সন্তোষ জানিয়েছে আদালত। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কে এম কামরুল কাদেরের বেঞ্চ এসব মন্তব্য করে।

হাইকোর্ট বলেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আদালতের পছন্দ নয়। সকালে রিফাত হত্যার বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

তিনি আদালতকে জানান, এ পর্যন্ত এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  অন্য আসামিরা যাতে পালাতে না পারে, সেজন্য দেশের সব বন্দর ও সীমান্তে নজরদারি করছে আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় আদালত বলেছে, এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া জরুরি।