প্রতিমা তৈরি শেষ, চলছে রংতুলির আঁচড়

প্রকাশঃ ২০১৯-০৯-৩০ - ১৯:৪৬
ইউনিক ডেস্ক : মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা।  মন্ডপে মন্ডপে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রতিমা তৈরি শেষে এখন চলছে রং তুলির আঁচর। এই সার্বজনীন উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃংখলা বাহিনী।

বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়িতে উদযাপিত হয় এ অঞ্চলের বৃহত্তম দুর্গাপূজা। এ বছর, শিকদার বাড়ির মন্ডপে ৮শ’র বেশি প্রতিমা তৈরি করা হয়েছে। বিশেষ আকর্ষণ, শ্রী কৃষ্ণের অষ্টম সঙ্গীকে নিয়ে পুকুরে নৌকা বিলাস।  গাজীপুরে ৪২৮টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। প্রতিমা তৈরি শেষে এখন চলছে রংয়ের কাজ। শান্তিপূর্ণ পূজা উদযাপনে প্রস্তুত আইনশৃংখলা বাহিনী।

লক্ষ্মীপুরের ৭৮টি পূজামন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। এছাড়া, ফেনীর প্রায় দেড়শ পূজা মন্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। প্রতিমা তৈরি শেষে শুরু হয়েছে রং তুলির কাজ।

দেবী দুর্গাকে সাজিয়ে তুলতে দিন-রাত কাজ করে যাচ্ছেন হিলির প্রতিমা শিল্পীরা। সীমান্ত এলাকা হওয়ায় এখানে ভারত থেকে অনেক দর্শনার্থী আসে, তাই থাকছে বাড়তি আয়োজন।