প্রধানমন্ত্রী দেশকে সবুজ বেষ্টনির আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : উপমন্ত্রী হাবিবুন নাহার

প্রকাশঃ ২০১৯-১০-০৯ - ১৭:৪৬

দাকোপ প্রতিনিধি : বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সবুজ বেষ্টনির আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের উপকুলীয় অঞ্চলকে দূর্যোগের কবল থেকে রক্ষায় সবুজ ্বনায়নের মাধ্যমে সবুজ বেষ্টনি গড়ে তোলার বিকল্প নেই।

বুধবার দাকোপে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনকালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার (এমপি) আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে বৃক্ষ রোপন প্রত্যেকের জন্য অপরিহার্য্য। তিনি বলেন সমাজের অসহায় দারিদ্র মানুষের মাথা গোজার ঠাঁই করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। শেখ হাসিনার সরকার অসহায় গরীব দুঃখি মানুষের সরকার। এ সরকার ক্ষমতায় থাকলে কাউকে না খেয়ে মরতে হবে না। তিনি বুধবার বেলা ১১ টায় দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রীণ বেল্ট প্রকল্পের আওয়াতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত বেড়িবাঁধের উপর সাড়ে ৪ লাখ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপনের উদ্বোধনসহ পৃথক ৩ টি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় (জমি আছে ঘর নেই) ঘূর্ণিঝড় ফণীর রাতে দাকোপে সাইক্লোন শেল্টারে জন্ম নেওয়া শিশু ফণী আকতারের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া উপহার হিসেবে ঘরের চাবি হস্তান্তর করেন। উপমন্ত্রী বেলা সাড়ে ১২ টায় পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত হাইজিং কর্ণারের উদ্বোধন করেন। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. গ্লোরিয়া ঝর্ণা সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা বশির আল মামুন, পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, বিশ্ব ব্যাংকের প্রকৌশলী এস এম সাইফুল ইসলাম, সিইআইপির প্রকৌশলী ফেরদৌস রহমান, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিক হাসান, থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, শেখ আব্দুল কাদের, সরোজিত রায়, পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাব সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, উপজেলা সামাজিক বনায়ন কর্মকর্তা শোয়েবুর রহমান খানসহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।