প্রিয়া সাহাকে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাস

প্রকাশঃ ২০১৯-০৭-২১ - ১৭:০৪

ঢাকা অফিস : বাংলাদেশসহ এ অঞ্চলে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্র প্রস্তত করতেই প্রিয়া সাহাকে দিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে ভয়ংকর অভিযোগ করানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এ প্রসঙ্গে এক মার্কিন কংগ্রেসম্যানের সাম্প্রতিক এক মন্তব্যের উদাহরণ দেন তিনি। ওই মার্কিন কংগ্রেসম্যান বলেছিলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য বাংলাদেশের দখল করা উচিত। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।

তিনি লেখেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে ভয়ংকর মিথ্যা অভিযোগ করেছেন প্রিয়া সাহা। মার্কিন দূতাবাস জেনেশুনেই এ কাজের জন্য প্রিয়া সাহাকে বাছাই করেছে বলেও দাবি করেন তিনি। মার্কিন দূতাবাসের প্রিয়া সাহার মিথ্যা বক্তব্যের  তাৎক্ষণিক প্রতিবাদ জানানো উচিত ছিল বলেও মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।