প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি বন্ধ

প্রকাশঃ ২০১৯-০৪-২৫ - ১৭:৪৫

ঢাকা অফিস : বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে ঔষধ প্রশাসনের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে বলা হয়েছে। সেই সাথে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ ছাড়া প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি কেন অবৈধ ঘোষণা করা হবে না-এ মর্মে রুল জারি করেছেন আদালত ।

বৃহস্পতিবার এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক-আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ বিষয়ে রিট দায়ের করেন। ঔষধ প্রশাসনের মহাপরিচালক, দেশের সব জেলা প্রশাসককে ওই রিট আবেদনে বিবাদী করা হয়।

এছাড়া, প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি বন্ধে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের দেয়া নির্দেশনায় বলা হয়েছে, কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক এন্টিবায়োটিক বিক্রি সেবন বা গ্রহণ করতে হবে। বিশেষক্ষেত্রে কেবল সরকারি নীতিমালা অনুযায়ী, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী কর্তৃক সরবরাহকৃত এন্টিবায়োটিক গ্রহণ করা যাবে।