ফুলতলার গাড়াখোলা স্কুলে ১৭ টি স্কুলের ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশঃ ২০২০-০৩-১২ - ২০:০৪

ফুলতলা অফিসঃ উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩টি মাদ্রাসাসহ ১৭টি স্কুলের ৩দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিকালে ফুলতলার গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও পারভীন সুলতানা। গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, প্রধান শিক্ষক অজয় কুমার চক্রবর্তী। স্বাগত বক্তৃতা করেন বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহকারী পরিচালক এস এম ফারুক হোসেন। শিক্ষক গাজী আজাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রভাষক আঃ মান্নান মহলদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, শিক্ষক পরিতোষ মন্ডল, ইমরুল কায়েস, মহিত লাল মল্লিক, কায়েদে আজম বিশ্বাস, নীল রতন মন্ডল, মাসুমা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে বই দিয়ে পুরস্কৃত করা হয়। http://pianetaseriea.it/