ফুলতলায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি বিনষ্ট: জরিমানা আদায়

প্রকাশঃ ২০১৭-০৯-১০ - ১৯:৫৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ভ্রাম্যমান আদালত রোববার বিকালে ফুলতলার জামিরা বাজারে রফিকুল মৎস্য ডিপোতে অভিযান চালিয়ে পুশকৃত ১মন চিংড়ি মাছ বিনষ্ট এবং পুশকারী ৩ মৎস্য ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলতলার জামিরা বাজারস্থ রফিকুল মৎস্য ডিপোতে অভিযান চালায়। এ সময় অপদ্রব্যপুশকৃত ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ এবং বিনষ্ট করা হয়। এ ঘটনায় জড়িত মাছ ব্যবসায়ী মোজহার সরদারের পুত্র খায়রুল ইসলাম সরদার (১৯), এছাক সরদারের পুত্র আহাদ সরদার (২০) এবং নজরুল বিশ্বাসের পুত্র শাহীন সরদার (১৯) কে ১০ টাকা জরিমানা ধার্য ও আদায়ের পর তাদের ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মাশরুবা ফেরদৌস। তাকে সহযোগিতা করেন এসআই  বিশ্বজিৎ রায় ও এসআই কবির হোসেন।