ফুলতলায় অলকাপুরিতে দিনব্যাপি বসন্ত উৎসব পালিত

প্রকাশঃ ২০১৮-০২-২৪ - ২১:০৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলার গোলদার পাড়া ঘাট সংলগ্ন অলকাপুরিতে দিনব্যাপী অনুষ্ঠিত হল বসন্ত উৎসব, দূর্গা ধারণ সম্মাননা ও সরলা সিংহ পদক-২০১৮ এবং বিভিন্ন গোষ্ঠীর সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার বিকালে বে-সরকারি সংস্থা অভিযান আয়োজিত অলকাপুরির রবীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত সংস্থার সভাপতি এ্যাড. মিন্টু কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কথা সাহিত্যিক মোয়াজ্জেল হোসেন আলমগীর। নির্বাহী পরিচালক বনানী বিশ্বাসের সঞ্চালনায় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কর কমিশনার খুলনার শ্রী প্রশান্ত কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিজি মোঃ হাফিজ, কলকাতার তথ্য প্রযুক্তি প্রকৌশলী শ্রী জয় ব্যানার্জী, অধ্যাপক ড. পুষ্প বৈরাগ্য, মাতুয়া বিশেষজ্ঞ ড. বিরাট বৈরাগ্য, কথা সাহিত্যিক শ্রী কপিল কৃষ্ণ ঠাকুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, যুগ্ন সম্পাদক মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, ট্রেড ইউনিয়নের মোঃ সোহরাব হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ খালেকুজ্জামান, সমাজ সেবক মোঃ শামসুল হক, প্রভাষক রেজোয়ান রাজা, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক অলিপ বিশ্বাস, তমালিমন বাড়ৈ, শাহাবুদ্দিন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে কন্যা সন্তান জন্ম দেয়ায় দূর্গা ধারণ সম্মাননা প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতুয়া দল, আদিবাসি ও বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় বসন্ত বরণ সংগীত, খাসিয়াদের গান ও নৃত্য, অগ্নিবীণার গান এবং দেশাতœবোধক সংগীত পরিবেশিত হয়।