ফুলতলায় ইসলামী ব্যাংকে করোনাক্রান্ত ৬ লকডাউন ১৯ জুলাই পর্যন্ত

প্রকাশঃ ২০২০-০৭-০৫ - ১৯:৫১

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক খুলনার ফুলতলা শাখা লকডাউন ঘোষনা করা হয়েছে। করোন ভাইরাস সংক্রমিত হওয়ায় প্রশাসনের নির্দেশক্রমে সোমবার থেকে আগামী ১৯ জুলাই পর্যন্ত লকডাউন করা হয়। সম্প্রতি ব্যাংকের এ শাখায় কর্মরত ৬ কর্মকর্তা ও কর্মচারী কোভিড-১৯ রিপোর্টে পজেটিভ আসায় অন্যান্য জনশক্তি এবং গ্রাহকদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশংকায় গতকাল (রোববার) লকডাউন করা হয়। আক্রান্তদের মধ্যে রয়েছেন সিনিয়র অফিসার আবুল হাসান খান ও মাসুম বিল্লাহ, জুনিয়র অফিসার আব্দুস সালাম, এসজি নাসির উদ্দিন, এমসিজি আবুল হাসান এবং এমসিজি হাফিজুল ইসলাম। আক্রান্ত সকলেই হোম কোয়ান্টাইমে রয়েছেন বলে ব্যাংক সূত্রের দাবি। অপরদিকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এসএম কামাল হোসেন জানান, ফুলতলা উপজেলায় শনিবার পর্যন্ত ১২১ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ জন মৃত্যবরণ করেন। এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানাসহ মোট ১৭ জন সুস্থ হয়েছেন।