ফুলতলায় উন্নয়ন মেলা’র উদ্বোধন

প্রকাশঃ ২০১৮-১০-০৪ - ১৩:০৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে এক বণ্যাঢ্য র‌্যালী বের হয়। পরে মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আহমেদ জিয়াউর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, কাজী আশরাফ হোসেন আশু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, প্রকৌশলী শেখ শামসুল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার রায়, কৃষি কর্মকর্তা মোছাঃ রীনা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, ওজোপাডিকো প্রকৌশলী খান আবুল হাসান, বিআরডিপি কর্মকর্তা আফরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চায়না রানী দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী নাসরিন আক্তার, ইউপি সদস্য মোঃ আলমগীর মোল্যা, শিক্ষক নেতা আনোয়ার হোসেন, মুরাদুল ইসলাম প্রমুখ। মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের সেবা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।