ফুলতলায় উপকূলীয় অঞ্চলের সাড়ে ৫শ’ নারীর ১৫ দিনের কর্মশালার উদ্বোধন

প্রকাশঃ ২০২০-১১-২৫ - ২২:৪৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ উপকূলীয় অঞ্চলের নারীদের জীবন যাত্রার মান উন্নয়নে ১৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বুধবার দুপুরে ফুলতলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনায়ণের ব্যবস্থাপনায় কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও সাদিয়া আফরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ফারজানা ফেরদৌস নিশা, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, ফাউন্ডেশনের ব্যবস্থাপক ইকবাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রধান শিক্ষক তপতী দত্ত। স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাহিদা আক্তার ইলা। শরিফুল ইসলাম কাজলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম রনি, ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর রিশাদুল ইসলাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শিরিনা আক্তার, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, কাজল রায় প্রমুখ। ৬টি ট্রেডে ৫৪০ নারী এ প্রশিক্ষণ নিচ্ছেন।