ফুলতলায় এতিম শিশু হত্যাকারী আটকের দাবিতে মানববন্ধন থেকে কর্মসূচি ঘোষনা

প্রকাশঃ ২০১৯-০৫-২৫ - ২১:০৬

ফুলতলা অফিসঃ খুলনার ফুলতলায় চাঞ্চল্যকর এতিম শিশু ইয়াসিন আরাফাত (৯) হত্যার প্রতিবাদ ও মুল হত্যাকারীদের আটকের দাবিতে শনিবার বেলা ১১টায় স্থানীয় যুব সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে ৪দিনের কর্মসূচি ঘোষিত হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আজ (রোববার) খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সাথে মতবিনিময়, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি প্রদান এবং বুধবার ডিআইজি ও জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও।
গতকাল শনিবার বেলা ১১টায় ফুলতলা-বেজেরডাঙ্গা টু ভাটপাড়া সড়কে পায়গ্রামকসবা প্রাইমারী স্কুল পর্যন্ত ঘন্টাব্যাপী দীর্ঘ লাইনে মানববন্ধন করা হয়। সাবেক ছাত্রলীগ সভাপতি কাজী জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম মন্টু। যুবলীগ নেতা শফিকুল ইসলাম পিন্টুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক ছাত্রলীগ নেতা শেখ আসলাম হোসেন, কাজী মোস্তাইন, শেখ শাকির হোসেন, শেখ আঃ সালাম, ইউপি সদস্য সোনালী বেগম, সাবেক ইউপি সদস্য চম্পা বেগম, শেখ শাহীন, তৈয়েব আলী, আঃ সালাম, জাকির হোসেন, শেখ মনিরুল ইসলাম, তাহের বিশ্বাস প্রমুখ। এ সময় নিহত আরাফাতের মা শাহিনা বেগমের আবেগ-আপ্লুত স্মৃতি চারণ ও আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে। এ সময় উপস্থিত কেউ অশ্রু সংবরণ করতে পারেনি। প্রসঙ্গতঃ গত ৫ মে ২০১৯ইং তারিখ দুপুর থেকে স্থানীয় মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র আরাফাত নিখোঁজ হয়। পরদিন ভোরে ফুলতলা থানা পুলিশ ভৈরব নদের খানজাহানপুরস্থ জাহাঙ্গীর বিশ্বাসের চর থেকে তার বিবস্ত্র, ডান পা মোটা রশি দিয়ে নদীর মধ্যে খুটার সাথে বাঁধা অবস্থায় সদ্য হত্যাকৃত লাশ উদ্ধার করে।