ফুলতলায় কমিউনিটি পুলিশিং ডে প্রীতি ফুটবল ম্যাচে খুলনা জেলা কমিউনিটি পুলিশিং একাদশ চ্যাম্পিয়ান

প্রকাশঃ ২০১৯-১০-২৬ - ২২:০৭

ফুলতলা অফিসঃ “পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে খুলনার ফুলতলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে খুলনার ফুলতলার ডাবুর মাঠে অনুষ্ঠিত হলো জেলা পুলিশ সুপার একাদশ বনাম খুলনা জেলা কমিউনিটি পুলিশিং একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল টুর্নামেন্ট। তীব্র প্রতিদ্বন্দিতা মুলক এ খেলাটি নির্ধারিত সময়ে গোল শূণ্য ড্র থাকে। পরে সেটি টাইব্রেকারে গড়িয়ে ৫-৩ গোলের ব্যবধানে ২ নাইজেরিয়ান খেলোয়াড়ে সমৃদ্ধ জেলা কমিউনিটি পুলিশিং একাদশ চ্যাম্পিয়ান হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ডক্টর খন্দকার মহিদ উদ্দিন বিপিএম, পুলিশ সুপার কেএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খাঁন, ডুুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ইউপি চেয়ারম্যান ও টিম ম্যানেজার শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ভুইয়া, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, আবু তাহের রিপন, বণিক নেতা রবিন বসু, অধ্যক্ষ সমীর কুমার ব্র², প্রফুল্ল কুমার চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, রবিউল ইসলাম প্রমুখ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের কাছে ট্রফি তুলে দেন।