ফুলতলায় কেয়ার বাংলাদেশের সমাপ্তিকরণ সভা

প্রকাশঃ ২০১৮-১১-০৭ - ২১:৩৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলায় কেয়ার বাংলাদেশের উদ্যোগে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প’র আওতায় উপজেলা পর্যায়ে সমাপ্তিকরণ সভা বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঃ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম শামসুন্নাহার কুমকুম। প্রজেক্ট কর্মকর্তা ইব্রাহীম খলিলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডাঃ দিলজাহান নিপা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শেখ মনিরুল ইসলাম, কেয়ারর প্রশিক্ষণ কর্মকর্তা আসমা আকতার, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, , মায়া রানী, লক্ষী রানী মন্ডল প্রমুখ। সভায় মা ও শিশু মৃত্যুহার রোধে প্রকল্প চলমান রাখার দাবি জানানো হয়।