ফুলতলায় গ্রাম আদালত পরিচালনা বিষয়ক কর্মশালা

প্রকাশঃ ২০১৭-০৯-২৭ - ২১:৫৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলায় কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মুখ্য অংশীজনদের ভূমিকা শীর্ষক উপজেলা পর্যায়ে এক আলোচনা সভা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে বুধবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। ইউএনও মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, সমবায় কর্মকর্তা মোঃ শাহিন আলম, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, ইউপি সচিব এস এম রজিবুল ইসলাম, তানভীন আক্তার ডলি, মোঃ আনছার আলী বিশ্বাস, জিয়া উল হক, তুলসী দাস মন্ডল, কারুকথা নারী উন্নয়নের নির্বাহী পরিচালক কোহিনুর জাহান, ইউপি সদস্য মোছাঃ কেয়া খাতুন, বেগম শামসুন্নাহার, আম্বিয়া বেগম, গাজী মোঃ আলমগীর হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি ৪টি ইউনিয়নের সচিবদের গ্রাম আদালতের বিভিন্ন উপকরণ তুলে দেন। এর পরে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কেবিন ও পাবলিক টয়লেটের উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান প্রমুখ।