ফুলতলায় ঘুর্ণিঝড়ে ঘর চাপা পড়ে ৬ ব্যক্তি আহতঃ ফসলের ক্ষতি ৬টি গরু চুরি

প্রকাশঃ ২০১৯-১১-১০ - ১৯:৫৫

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা অফিসঃ খুলনার ফুলতলায় ঘুর্ণিঝড় বুলবুল এর আঘাতে গাছের ডাল ভেঙে ও ঘর চাপা পড়ে ৬ব্যক্তি আহত এবং আমন ধান ও সবজির আংশিক ক্ষতি সাধিত হয়। এলাকা ছিল ১৭ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন। এদিকে ভয়াবহ ঝড়ের রাতে দুর্বৃত্তরা ওয়ার্কার্স পার্টির নেতা আব্দুল হামিদ মোড়লের ৪ লাখ টাকা মুল্যের ৬টি গরু চুরি করে নিয়ে যায়।

উপজেলার দামোদর ইউনিয়নের গাড়াখোলা ৫নং ওয়ার্ড সদস্য মোঃ আলমগীর হোসেন গাজী জানান, গাছের ডাল ভেঙে ও ঘর চাপা পড়ে ৬ ব্যক্তি আহত হন। এরা হলো সালাম গাজীর স্ত্রী জিনিয়া বেগম (৪০), তার পুত্র রকি ও কন্যা জান্নাতি এবং জুলমত সরদারের স্ত্রী লাভলী বেগম (৩৫), তার পুত্র আবু সাইদ (১৪) ও কন্যা টুটটুকি (১২) । এদের মধ্যে জিনিয়া বেগমকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ভয়াবহ ঝড়ের রাতে দুর্বৃত্তরা খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য আব্দুল হামিদ মোড়লের ফুলতলার বুড়িয়ারডাঙ্গা গ্রামস্থ বাড়ির গোয়ালঘর থেকে ৪ লাখ টাকা মুল্যের ৬টি গরু চুরি করে নিয়ে যায়। ভারপ্রাপ্ত কৃষি অফিসার এস এম নাজমুল সাকিব শাহিন বলেন, প্রবল বর্ষন ও ঝড়ে উপজেলার প্রায় সাড়ে ১৫ হেক্টর জমির আমন ধান ও ২০ হেক্টর জমির সবজির আংশিক ক্ষতি হয়েছে। ঝড় পরবর্তী গতকাল সকালে এলাকা ঘুরে এসে ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু বলেন, আবহাওয়ার পূর্বাভাস জানতে পেরে পরিষদের সদস্য ও গ্রাম পুলিশদের মাধ্যমে এলাকাবাসিকে সতর্ক করা হয়। কিছু গাছ ও কয়েকখানা কাঁচাঘর ভেঙে পড়া ছাড়া উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। কয়েকখানা কাঁচাঘর, কিছু গাছ ভেঙে পড়া ও আমন ধানের আংশিক ক্ষতি সাধিত হয়েছে বলে ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার জানিয়েছেন। তবে মধ্য রাতে ঝড় শুরু হওয়ার পর থেকে বৈদ্যুতিক সঞ্চালন বন্ধ করে দেয়া হয়। আলকা পল্লী মঙ্গল এলাকা, শিকিরহাট এবং দামোদর মন্দির এলাকায় বৈদ্যুতিক তারের উপর গাছের ডাল ভেঙে পড়ায় বৈদ্যুতিক সঞ্চালন বন্ধ করে দেয়া হয়। বিদ্যুৎ কর্মীদের সারাদিনের প্রচেষ্টায় সন্ধ্যা ৫টায় বিদ্যুৎ সংযোগ পুনঃরায় চালু করা হয়েছে বলে উপ-সহকারী প্রকৌশলী তোবারক আহমেদ জানান।